Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস)’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউয়িং (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত সংখ্যা
বিস্তারিত

'স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর জেলার তথ্যসংগ্রহ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ‘স্থানীয় নারী রেজিস্ট্রার’ নিয়োগ সংক্রান্ত:

জরুরি ঘোষণা

গাজীপুর জেলায় স্থানীয় নারী রেজিস্ট্রার নিয়োগের জন্য এই ওয়েবপোর্টালে গত ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখের ৫২.০১.০০০০.৫০৩.০৫.০৬৮.২৪.০০-0056  নম্বর স্মারকের “অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি” অনুযায়ী অনলাইল আবেদন লিংক: http://application.svrs.online উন্মুক্ত করা হলো। স্থানীয় রেজিস্ট্রার পদে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের লিংক: https://application.svrs.online. অনলাইনে আবেদনের পর অনলাইনে ‘Preview’ অপশন হতে ডাউনলোডকৃত ‘LR Applicant Profile’-এর একটি পূরণকৃত হার্ডকপি আবশ্যকীয় কাগজপত্রসহ উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, গাজীপুর (রাজদিঘীর পশ্চিম পাড়, জি-159) বরাবর আগামী ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৩:৩০টার মধ্যে অবশ্যই সশরীরে দাখিল করতে হবে। নির্ধারিত সময় অতিক্রান্ত হবার পর কিংবা আংশিক পূরণকৃত/দাখিলকৃত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।


প্রকাশের তারিখ
20/01/2025
আর্কাইভ তারিখ
31/01/2025