'স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর জেলার তথ্যসংগ্রহ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ‘স্থানীয় নারী রেজিস্ট্রার’ নিয়োগ সংক্রান্ত:
জরুরি ঘোষণা
গাজীপুর জেলায় স্থানীয় নারী রেজিস্ট্রার নিয়োগের জন্য এই ওয়েবপোর্টালে গত ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখের ৫২.০১.০০০০.৫০৩.০৫.০৬৮.২৪.০০-0056 নম্বর স্মারকের “অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি” অনুযায়ী অনলাইল আবেদন লিংক: http://application.svrs.online উন্মুক্ত করা হলো। স্থানীয় রেজিস্ট্রার পদে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের লিংক: https://application.svrs.online. অনলাইনে আবেদনের পর অনলাইনে ‘Preview’ অপশন হতে ডাউনলোডকৃত ‘LR Applicant Profile’-এর একটি পূরণকৃত হার্ডকপি আবশ্যকীয় কাগজপত্রসহ উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, গাজীপুর (রাজদিঘীর পশ্চিম পাড়, জি-159) বরাবর আগামী ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৩:৩০টার মধ্যে অবশ্যই সশরীরে দাখিল করতে হবে। নির্ধারিত সময় অতিক্রান্ত হবার পর কিংবা আংশিক পূরণকৃত/দাখিলকৃত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস